তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দৌলতখানে মাছ চুরির ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাকলাই বিডায় পুকুরের মাছের ঘের থেকে আজিজুল গংরা মাছ চুরি করে শিকারত অবস্থায় মালিক পক্ষ ভিডিও ধারণ করায় দু”পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে । এতে মালিক পক্ষ সামছুদ্দিনসহ ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে সামছুদ্দিন ও শাহনাজ গুরুতর জখম হয়েছে।আহতদের উদ্ধার করে দৌলতখান হাসপতালে ভর্তি করা হয়েছে ।
আজ রোববার বিকেল ৪ টায় উপজেলার চরপাতা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে । আহতরা হলেন , সামছুদ্দিন ,নুরে আলম ,উভয় পিতা আবদুল খালেক ,সাহানাজ,মনির, দুলাল , তবে অভিযুক্তরা তাদেরকে হামলা করে গা ডাকা দিয়ে পালিয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে ,পুকুরের মালিক পক্ষ সামছুদ্দিন জানান, তাদের নিজস্ব বুগ দখলিও পুকুরে দীর্ঘদিন ধরে তারা মাছ চাষ করছেন। মাছ যখন একট ুবড় হয়ে উঠে তখন অভিযুক্ত আজিজল ,মরিয়ম,আল আমিন, রাতের আধারে চুরে করে শিকার করে নিয়ে যায় । এরই প্রেক্ষিতে আজ পুকুরের মাছ শিকাররত অবস্থায় দেখে মোবাইলে ভিডিও ধারণ করে স্থানীয় চেয়ারম্যানকে দেখানোর উদ্দ্যেশে ভিডিও করছিল সামছুদ্দিন গংরা।
তখন অভিযুক্তরা এসে দেশীয় অস্ত্র দা, বগি, লাঠি দিয়ে তাদেরকে অতর্কিত হামলা চালায় এতে তাদের ২ জন জখম,ও তিনজন গুরুতর আহত হয়,বর্তমানে তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তবে অভিযুক্ত ,আজিজল ,মরিয়ম,আল আমিন, হামলা চালিয়ে গা ডাকা দিয়েছেন বলে জানা য়ায়।এ ব্যপারে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।