চটপটি কিনতে গিয়ে বিক্রেতার কাছে শিশু ধর্ষিত
বৃদ্ধ চটপটি বিক্রেতাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বন্দডাকপাড় এলাকায় চটপটি কিনতে গিয়ে বিক্রেতার কাছে ধর্ষণের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ মনির হোসেন (৬০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
মনির হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার আটিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের বন্দডাকপাড় এলাকায় চটপটি বিক্রি করে আসছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ধর্ষণের সময় শিশুটির কান্না শুনে হাতেনাতে বৃদ্ধ মনিরকে আটক করে গণপিটুনী দেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা