সর্বশেষঃ

৬৩ হাজারে বিক্রি হলো ১০ মণ ওজনের মাছটি

শুক্রবার (২৪ জানুয়ারি) বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি সামুদ্র্রিক শাপলাপাতা মাছ।

মাছটি ‘বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে’ নিলামে বিক্রি হয়েছে। দাম উঠেছে ৬৩ হাজার টাকা। পরে শহরে মাইকিং করে প্রতি কেজি ৩৫০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়।

শহরের মৎস্য ব্যবসায়ী মেসার্স ফিশ স্টোরের মালিক রাজু জানান, তাঁরা শুক্রবার সকালে বিএফডিসি পাইকারি বাজার থেকে নিলামে ৬৩ হাজার টাকায় মাছটি কেনেন। এর ওজন প্রায় ১০ মণ। এরপর খুচরা ৩৫০ টাকা কেজি দরে বিক্রির জন্য শহরে মাইকিং করা হয়।

ফিস স্টোরের সত্তাধিকারী মো. হানিফা জানান, সকালে মাছটি বিক্রির জন্য মৎস্য ঘাটে নিয়ে আসলে জেলেদের কাছ থেকে ক্রয় করেছি। আমরা বিকেলে এই মাছটি কেটে প্রতি কেজি ৩৫০ টাকা ধরে কেটে বিক্রি করার জন্য বাজারে মাইকিং করেছি।

এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালের এ বিশাল দেহের মাছটি ধরা পরে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।