সর্বশেষঃ

বোরকা পরে কলেজে এলে জরিমানা ৩০০ টাকা!

বোরকা পড়ে কলেজে এলে ২৫০ রুপি জরিমানা দিতে হবে। বাংলাদেশ টাকায় প্রায় ৩০০। এমন একটি আইন করেছে ভারতের বিহার রাজ্যের পাটনা জেডি মহিলা কলেজের কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জানুয়ারি) কলেজের এমন নোটিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নোটিশে ‘ড্রেসকোড লঙ্ঘন’ অজুহাতে শিক্ষার্থীদের জন্য বোরকা পরাকে নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ‘সব শিক্ষার্থীকে কলেজে নির্ধারিত ড্রেসকোড অনুসরণ করে আসতে হবে। কলেজে বোরকা পরে আসতে শিক্ষার্থীদের নিষেধ করা হচ্ছে।’ যদি কেউ বোরকা পড়ে কলেজে আসা তাহলে তাকে ৩০০ টাকা জরিমানা দিতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।