পশ্চিম বাপ্তা স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ ও ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার সকাল ১১. ০০ টার সময় বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজে মাঠ প্রাঙ্গনে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাপ্তা স্কুল এন্ড কলেজ ও ভোলা মেডিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠাতা প্রধান মোঃ রফিকুল ইসলাম।
বাপ্তা স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মোঃ রাজন ইসলামের সঞ্চালনায়,
অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নাজিউল্লাহ আকবর এর সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলা পরিষদের তিন বারের সফল ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আঃলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি মোঃ সফিকুল ইসলাম, জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারি ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, উপজেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইমলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সদস্য ইফতেখার আহমেদ মামুন, জিটিভির জেলা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন, ভোলা নিউজের সম্পাদক এড মনিরুল ইসলাম, বাপ্তা ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম, উপজেলা আঃলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নীরব,সহকারি শিক্ষক মোজাম্মেল হক, মোঃ আলমগীর, হোসেন প্রমুখ।
এছাড়া ও উপস্থিত ছিলেন, স্কুলের কৃতি ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত করে তোলে।