‘কোমরে দড়ি বেঁধে এসকে সিনহাকে দেশে আনা হবে’

বিদেশে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কোমরে দড়ি বেঁধে টেনে দেশে আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শনিবার দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলার ৪টি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসকে সিনহাকে ছাড় দেওয়া হবে না জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘এসকে সিনহার কোমরে দড়ি বেঁধে টেনে দেশে আনা হবে। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন।’

মুক্তিযোদ্ধা ভাতা প্রতি মাসে দেওয়া হবে জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা ভাতা ৩ মাসের পরিবর্তে এখন থেকে প্রতি মাসে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হবে।’
সূত্র আমাদের সময়

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page