সর্বশেষঃ

মানববন্ধনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ধর্ষক শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ভোলার ইলিশা

ধর্ষক শের আলী'র ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবিঃ ভোলার বাণী।

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক পোস্ট অফিসের পিয়ন লম্পট শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ইলিশা ইউনিয়ন।
বৃহস্পতিবার (২৩ জানুুয়ারি) সকালে ইলিশা বাজারে বিশাল মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহন করে ধর্ষক শের আলীর ফাঁসির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক শের আলী পোশাকের লোভ দেখিয়ে ঐ ছাত্রীকে পোস্ট অফিসের কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে পরে ঐ ছাত্রীকে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করান।
এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি লম্পট শের আলী।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শের আলী গ্রেফতার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মোঃ জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম, যুবলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন, সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদারপ্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page