ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর পুলিশের আন্তরিকতায় বাবার দায়িত্ব নিলেন ছেলেরা
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামের এক বাবার করা ছেলেদের বিরুদ্ধে আনা অভিযোগ “ভোলায় ছেলেদের বিচার চেয়ে বাবার আকুতি” এই শিরোনামে গত ১৬ই জানুয়ারী ভোলার বাণী পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হলে, তা নজরে নেন ইলিশা পুলিশ ফাঁড়ির এ এস আই সুজন ও আবু কালাম।
পুলিশের এই দুই দারগার আন্তরিকতায় অবশেষে সেই জন্মদাতা বাবার দায়িত্ব নিয়েছেন আপন ৫ ছেলে।
এ এস আই সুজন বলেন, ভোলার বাণীতে সংবাদ দেখে আমার এবং এ এস আই কালামের হ্নদয়ে আঘাত লেগেছে যে জন্মদাতা বাবার খোঁজ নিচ্ছে না তার ছেলেরা, এরা কেমন ছেলে? খোঁজ নিয়ে তাদের বাড়ীতে গিয়ে ডেকে এনেছি ফাঁড়িতে পরে বাবা আবদুর রশিদের সামনে একটি সিদ্ধান্ত হয়েছে ৫ ছেলেই আজ থেকে বাবার দায়িত্ব নিবেন এবং ছেলেরা ক্ষমা চেয়েছেন বাবার কাছে।