ভোলায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
ভোলায় পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে প্রতিনিয়ত একের পর এক মাদক ব্যবসায়ী আটক হচ্ছে। মাদকসেবী ও ব্যবসায়ীদের সাথে রীতিমতো যুদ্ধ ঘোষনা করে প্রতিটি অভিযান পরিচালনা করে ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এবার তাদের জালে মাদকদ্রব্যসহ আরও একজন আটক হয়েছে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো: হাবিবুর রহমান সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করেন। এসময় ভোলা সদর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে মোঃ হারেজ বাবুর্চি (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
আটক হারেজ ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল খালেকের এর ছেলে বলে জানা গেছে।
ভোলা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
এসময় আটক হারেজ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।