লালমোহনে আনন্দ টিভির চেয়ারম্যানের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেশের দর্শকনন্দিত স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও সমাজসেবক আব্বাস উল্লাহ সিকদার এর মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে ভোলার লালমোহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২১ জানুয়ারি ২০২০ সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে, আনন্দ টিভি পরিবার ভোলার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন লালমোহন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব আলম ।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, লালমোহন মিডিয়া ক্লাব সভাপতি কবি রিপন শান, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদু হাসান লিটন, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি, সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান লিপু , মাইটিভি ভোলা প্রতিনিধি সিরাজ মাসুদ, লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল হক রিংকু, প্রেসক্লাব সদস্য মোঃ মিজানুর রহমান, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সদস্য অপু হাসান এবং আনন্দ টিভির ভোলা জেলা প্রতিনিধি আব্দুল হান্নান ।