সর্বশেষঃ

মনপুরায় জাটকা ইলিশসহ অবৈধ জাল জব্দ

ভোলার মনপুরার মেঘনায় কোস্টগার্ডের অভিযানে ১ মণ জাটকা ইলিশসহ ৫ হাজার মিটার অবৈধ ধরা জাল জব্দ করে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার পূর্বপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কোস্টগার্ডের টিম জাটকা ইলিশসহ অবৈধ জাল আটক করে। পরে জব্দকৃত মাছ অসহায়দের বিতরণ করা হয়। এছাড়া অবৈধ ৫হাজার মিটার জাল মেঘনা পাড়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের কর্মকর্তা মানিক সরকার, ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাছির, উপজেলা মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা ফোরকান হোসেন ও সাংবাদিকরা।
মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মানিক সরকার জানান, উপজেলার পূর্বপাশে মেঘনায় অভিযান চালিয়ে জাটকা ইলিশসহ অবৈধ ধরা জাল জব্দ করা হয়। পড়ে মাছ অসহায়দের বিতরণসহ জাল মেঘনা পাড়ে পুড়িয়ে ফেলা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।