লালমোহনে রিসোর্স টিচারদের ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ভোলার লালমোহনে রিসোর্স টিচারদের ১ দিরে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জানুয়ারি ২০২০ সকাল ১০ টায় লালমোহন উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান কামরুলের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। প্রশিক্ষণে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষক অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি আয়োজনে ছিল লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভার্ক। সহযোগিতায় ছিলেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রশিক্ষক হিসাবে ছিলেন ভার্ক এর উপজেলা ওয়াস কো-অর্ডিনেটর মোঃ শামছুল হক ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুমনা ইয়াছমিন। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন ভার্ক এর উপজেলা ফিনান্স এন্ড এডমিন অফিসার আবদুল মতিন।
বেসরকারী উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক ) “সাউথ এশিয়া ওয়াশ রেজাল্টস প্রজেক্ট ২” নামে প্রকল্পটি পরিচালনা করছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সমুদ্র উপকূলীয় এলাকায় দূর্যোগ সহনীয় নারী-শিশু বান্ধব ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উপযোগী ওয়াশ কার্যক্রম পরিচালনা করা।