সর্বশেষঃ

ভোলায় নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ

ভোলা সদর উপজেলার ৩৯নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথমবারের মতো ২০২০ সালের শিশু শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের পক্ষ থেকে মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সিনিয়র সহকারী জজ ও অভিভাবক মোঃ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক পলাশ চ্যাটার্জী ও সালমা শারমীন সুরভী। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদেরকে ফুল, বেলুন এবং শিশু খাদ্য দিয়ে বরণ করে নেয় শিক্ষকরা। অনুষ্ঠানে শিশুরা নেচে গেয়ে কবিতা আবৃত্তির মাধ্যমে দিনভর মেতে থাকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সহকারী জজ মোঃ খাইরুল ইসলাম বিদ্যালয়ে এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা লেখাপড়ায় আগ্রহী হবে বলে মন্তব্য করেন। এসময় তিনি অন্যান্য বিদ্যালয়েও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।