ভোলায় ডিবি’র অভিযানে গাঁজাসহ আটক-১
ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
জানা গেছে, জেলা পুলিশ সুপার এর নির্দেশে গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স গোপন সংবাদ এর ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোমবার (২০ জানুয়ারি) দুপুর আড়াই টার সময় ভোলা সদর উপজেলার পৌরকাঠালী ৮ নং ওয়ার্ড হতে মোঃ শিহাব(২০) নামের এক যুবককে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
আটক শিহাব একই উপজেলার পুরান যুগিরঘোল ৮ নং ওয়ার্ডের মোঃ হুমায়ুন কবির এর ছেলে বলে জানা গেছে।
ডিবি ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের মাদক বিরোধী এই অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এসময় আটক শিহাব এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।