দৌলতখানে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

ভোলার দৌলতখানে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল সহ তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার সন্ধ্যায় দৌলতখান বাংলাবাজার মহাসড়কে এসআই জেন্নাত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জাল পাঁচার কালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আজ সোমবার (২০ জানুয়ারী) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে আটকৃত প্রত্যেকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন । আটকৃতরা হলো, শাহে আলম, নুর বাহাদুর উভয়ের বাড়ী বরগুনা আমতলি এলাকায়। জুনায়েত এর বাড়ি মুন্সিগঞ্জ। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভোলা থেকে বাংলাবাজার মহাসড়কে আসলে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে । এ সময় তাদের কাছ থেকে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ লক্ষ টাকার মত। পরে দৌলতখান থানায় অবৈধ জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page