ভোলায় সাবেক সচিব এম মোকাম্মেল হকের ৮২তম জন্মদিন পালিত
দ্বীপজেলা ভোলার গৌরব পাকিস্তান আমলে সারাদেশের মধ্যে মেট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের কবি মুজাম্মেল হক এর পুত্র এম মোকাম্মেল হক এর ৮২তম জন্মদিন উপলক্ষে জাঁকজমক ভাবে পালন করেছেন তারই প্রতিষ্ঠিত উত্তর ভোলার শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠান হালিমা খাতুন গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ এবং শুভেচ্ছা জানিয়েছেন কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতান।
রবিবার সকালে হালিমা খাতুন কলেজে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে জাঁকজমক ভাবে কেক কেটে জন্মদিন পালন করা হয়। কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। এসময় কলেজের শিক্ষকদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতান। শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সাংবাদিক ও শিক্ষার্থীরা।