ভোলায় জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালিত
ভোলায় বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে ভোলা জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখনে ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান,সাংগঠনিক সম্পাদক এনামুল হক,সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন,জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ,সদস্য-সচিব কবির হোসেন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরে আলম, সাধারণ সম্পাদক হাওলাদার আল-আমিনসহ বিএনপির অঙ্গসংগঠনের অন্যন্য নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।