লালমোহনে তরঙ্গ-৭ লঞ্চের স্টাফদের হামলায় ক্যাপ্টেন লঞ্চের কেরানি আহত
দৌলতখানে ঘরের আড়া থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
![](https://bholarbani.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ভোলার দৌলতখানে আরজু (৩০) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাইফুলের বাড়ীতে এঘটনা ঘটে । নিহত আরজু ওই ওয়ার্ডের সাইফুল এর স্ত্রী । তার তিন সন্তান রয়েছে । স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ছেলের পাঞ্জাবী ধোয়া নিয়ে স্বামী সাইফুলের সঙ্গে বাকবিতণ্ডা হয় । রাত তিন টায় আরজুর শাশুড়ি তাহাজ্জতের নামাজ পড়তে উঠলে পুত্রবধূ আরজুর বসত ঘরের আড়ার সাথে রশি পেছানো ঝুলন্ত লাশ দেখতে পায় । খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । দৌলতখান থানার ওসি তদন্ত মোঃ সাদিকুর রহমান জানান ,এ এঘটনায় একটি (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ভোলা হাসপতালের মর্গে পাঠানো হবে । মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে ।