দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় গাঁজাসহ যুবক আটক

ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
জানা গেছে, জেলা পুলিশ সুপার এর নির্দেশে গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু জাফর বিশ্বাস ও সংগীয় ফোর্স গোপন সংবাদ এর ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শনিবার (১৮ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা ১ নং ওয়ার্ডস্থ মুনাফ হাং বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ইলিয়াছ(২৭) নামের এক যুবককে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
আটক ইলিয়াছ একই উপজেলা ও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহমাদার গ্রামের মৃত আবদুর রব মেম্বারের ছেলে বলে জানা গেছে।
ডিবি ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের মাদক বিরোধী এই অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এসময় আটক ইলিয়াছ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।