সর্বশেষঃ

ভোলায় ছেলের বিচার চেয়ে বাবার আকুতি

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালুপুর গ্রামের আপন ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন জন্মদাতা পিতা আবদুর রশিদ (৭৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুর রশিদ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ৫ ছেলে এর মধ্যে শুধু ১ ছেলে শাহাবুদ্দিন আমার খোজ খবর নেয়। টাকা পয়সা দিয়ে থাকে অন্য ৪ ছেলে আলাউদ্দিন, আলমগির, ছালাউদ্দিন ও সামছুদ্দিন আমাকে খাবারও দেয় না এবং কোন খবরও রাখে না।
বরং আমার ছেলে শাহাবুদ্দিন আমাকে খাবার দেয় দেখে শাহাবুদ্দিনের বৌ রিনাকে পাতা নেওয়ার উছিলা ধরে গত মঙ্গলবার বিকালে পিটিয়ে রক্তাক্ত করে শরীর বিবস্ত্র করে পেলেছে। আমার অন্য ছেলে আলাউদ্দিন ও নাতি কামাল, জামাল ও ছেলের বৌ ফাতেমা বেগম, নাতনী মানছুরা বেগম। পরে রক্তাক্ত অবস্থায় রিনা বেগম কে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হলে ৩দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বাড়ীতে যাওয়ার পরেও এখন আবার হুমকি দিচ্ছে আমার পুত্রবধূ রিনা এবং আমাকে।
নিজের ছেলেদের বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আবদুর রশিদ। তিনি বলেন, রিনা আমার ছেলের বৌ নয় আমার মেয়ের মত, আমি এটা বিচার চাই। এই বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।