ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
বাল্যবিবাহ পড়ানোয় ৬ মাসের জেল কাজীর
রংপুরের কাউনিয়া উপজেলায় বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে মো. তাজুল ইসলাম নামের এক কাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অভিযান চালিয়ে অভিযুক্ত কাজীকে এ সাজা দিয়েছে। কাজী তাজুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজী তাজুল ইসলামের নিজ বাসাস্থ কাজী অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাজুলের বিরুদ্ধে পাওয়া অভিযোগের সত্যতা পেয়ে তাকে এ সাজা দিয়েছে ইউএনও। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোছা: উলফৎ আরা বেগম জানান, বাল্যবিবাহ পরিচালনার দায়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারা মোতাবেক অভিযুক্ত কাজীকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কাজী তাজুল এর আগেও কয়েকটি বাল্যবিবাহ পরিচালনা করেছেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।