জেলা পরিষদ গোল্ড কাপ টুর্নামেন্ট বর্জন করলো শামছুদ্দিন স্মৃতি সংঘ

ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল লীগ টুর্নামেন্টে বাজে রেফারিং অভিযোগ এনে লীগে বর্জন করেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল শামছুদ্দিন স্মৃতি সংঘ। মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লীগ বর্জন করার ঘোষনা দেন দলটির কর্মকর্তারা।
এসময় তারা অভিযোগ করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক এর নামে টুর্নামেন্টের শুরু থেকেই আয়োজক কমিটি যে রেফারি দিয়ে খেলা পরিচালনা করে আসছিলো তারা প্রথম থেকেই বিভিন্ন খেলায় বির্তককিত কল দিয়ে খেলার পরিবেশ নষ্ট করে আসছিল। টুর্নামেন্টে বির্তকিত রেফারিং এর কারনে লালমোহন উপজেলা দল ইতিমধ্যে লিখিত ভাবে অভিয়োগ দিয়ে টুর্নামেন্ট থেকে নিজেরদের প্রত্যাহার করে নেয়।
গত ১৩ জানুয়ারি গ্রুপ পর্যায়ের খেলায় শামছুদ্দিন স্মৃতি সংঘ ও টুটুল স্মৃতি সংঘ খেলায় ১-১ গোলে ড্র থাকলেও খেলার শেষ দিকে অফসাইডে টুটুল স্মৃতি সংঘের খেলোয়াড় খোল করেন। কিন্তু লাইস ম্যান অফসাইড দিলেও মূল রেফারি লাইসম্যানের কল এরিয়ে গিয়ে টুটুল স্মৃতির পক্ষে গোল ঘোষণা দেন। ফলে গোলকে কেন্দ্র করে উভয় খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে খেলার মাঠে উত্তেজোনা সৃষ্টি হয়। এর প্রভাব পরে খেলা দেখতে আসা দর্শকের মধ্যে। রেফারির বির্তকিত সিদ্ধান্তের ফলে খেলা শেষে অফসাইড না দেয়ায় খেলা শেষ না করে উঠে আসতে হয় শামছুদ্দিন স্মৃতি সংঘের খেলোয়াড় ও কর্মকর্তাদের। এই নিয়ে ক্রীড়া সংস্থার লীগের অয়োজক কমিটির কাছে লিখিত ভাবে অভিযোগ দেয়া হয়। তাই বির্তকিত রেফারিং বাদ দিয়ে কোন কিছুতে প্রভাবিত না হয়ে সুষ্ঠ ভাবে খেলা পরিচালনার দাবী জানায়।
এসময় তারা জাতির জনকের নামে টুর্নামেন্টটি আয়োজকদের সুষ্ঠভাবে লীগ পরিচালনা করার আহবান জানায়। তা নাহলে এই টুর্নামেন্টর প্রতি দর্শক দলগুলো আস্থা হারিয়ে ফেলবে। শুধু তাই নয় বর্তমানে ক্রীড়া সংস্থায় স্বজনপ্রীতির কারনে সব ধরনের খেলায় ভোলা জেলা ক্রীড়া সংস্থা ভালো ফলাফল করতে পারছেনা। ফলে এই জেলা থেকে কোন ভালো খেলোয়াড় তৈরি হচ্ছেনা। তাই ক্রীড়া সংস্থাকে লেজুর ভিত্তিক না করে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করার দাবী জানায়।
এসময় উপস্থিত ছিলেন টিমের ম্যানেজার মো: হোসেন, সহকারী কোচ জসিম উদ্দিন, সদস্য নাজমুল হোসেন তুষার, মাসুরুর মাহামুদ নিলয়, মো: শাহজাহান, নছির উদ্দিন, রবিউল আলম, মহসিন, আবুল কালাম আজাদ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।