ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
স্কুল ব্যাগে ৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
স্কুল ব্যাগে পাঁচ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ।
আজ বুধবার ভোর রাতে জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজায় সুপারসনিক নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। এই গাঁজা নিয়ে তারা ঢাকা যাচ্ছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিপাড়া বাগুয়ান এলাকার নিমত আলীর ছেলে মো. মিঠুন (২৭) ও আব্দুল বারীর ছেলে মো. রাজু হাসান (১৯)।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তারা এখন নাটোর কারাগারে রয়েছেন।’