সর্বশেষঃ

বিরামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরের বিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা ট্রাককে ট্রলি দিয়ে টেনে তোলার সময় ট্রাক চাপায় শাহিনুর ইসলাম শাহিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে।

বুধবার দুপুর ১টায় বিরামপুর উপজেলার কাটলা ডিগ্রী কলেজের পূর্বপাশে কাটলা-শিবপুর রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

নিহতের বোন কামরুন্নাহার বলেন, শাহিনুর ইসলামকে নিয়ে কাটলা বাজারে আসার সময় কাটলা কলেজের পূর্বপাশে রাস্তার পাশে একটি ট্রাক রাস্তার পড়ে ছিল। সেই ট্রাকটিকে একটি ট্রলি দিয়ে টেনে তোলার সময় রাস্তায় মোটরসাইকেলে থাকা শাহিনুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিনুরের মৃত্যু হয়।

বিরামপুর থানার ওসি মতিয়ার রহমান (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাহিনুর ইসলাম মোটরসাইকেলে বিরামপুরের অচিন্তপুর থেকে তার বোন ও ভাগনেকে নিয়ে কাটলা বাজারে আসার সময় ট্রাকের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।