বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
জিজেইউএস কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় জিজেইউএস আন্তঃস্কুল ভিত্তিক কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সরকারী স্কুল মাঠে খেলার উদ্ধোধন করেন জেলা শিক্ষা অফিসের শিক্ষা ও গবেষনা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ খেলার আয়োজন করে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফয়সেল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক আহছান উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার আলমগীর হোসেন। খেলায় কাবাডি ও হ্যান্ড বলে ১৬টি দল অংশ নেয়। মাদক, যৌন হয়রানী, ইভটিজিং ও সন্ত্রাস থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতেই এ খেলার আয়োজন বলে আযোজকরা জনান।