ভোলার মেঘনা নদীর জলদস্যু সাজু মাঝি আটক।। অপহৃত দুই জেলে উদ্ধার

ভোলার মেঘনা নদী থেকে অপহৃত দুই জেলে কে উদ্ধার করেছে দক্ষিণ জোন কোস্টগার্ড এবং আটক হয়েছেন জলদস্যুদের নেতা সাজু মাঝি (৪০)।
১৩ই জানুয়ারী রাতে আটকৃত দস্যু সাজু মাঝির তথ্য অনুযায়ী ভোলার চর নামক জায়গা থেকে অপহৃত দুই জেলে মনির (২২) করিম (১৮) কে উদ্ধার করেন কোস্টগার্ড।
উদ্ধারকৃত দুই জেলে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং দস্যু সাজু মাঝি রাজাপুর ইউনিয়নের জনতাবাজার এলাকার বন্ধুকযুদ্ধে নিহত দস্যু জাকির এর ভাই।
কোস্টগার্ড জানান, ১২জানুয়ারী রাতে মেঘনা নদী থেকে দস্যুরা দুই জেলে কে অপহরণ করেন।
অপহরণ করে তাদের জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করেন ঐ মুক্তিপণের টাকার লেনদেন করতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা জলদস্যুদের নেতা মেঘনা নদীর জেলেদের আতঙ সাজু মাঝি কে হাতেনাতে আটক করেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ওয়াসিম আকিল জাকি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা দস্যু সাজু মাঝিকে আটক করেছি লেনদেন করার সময় হাতেনাতে।
আটকৃত সাজু কে ভোলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।