দৌলতখানে মালবাহী ট্রলি উল্টে চালকের মৃৃত্যু
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর বকসেআলী মহাসড়কে মালবাহী কাকড়া ট্রলি নিয়ন্ত্রণ হারিয় উল্টে খাদে পড়ে ঘঁটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে । নিহত তৈয়ব ভোলার লালেমাহন উপেজলার চরভুতা এলাকার বাসিন্দা কাসেমের ছেলে । আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দৌলতখান উপেজলার ভোলা-চরফ্যাশন সড়কের বকসে আলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে । দৌলতখান ফায়ারসার্ভিস সূত্রে জানা যায় , মঙ্গলবার বিকেলে তৈয়ব লালেমাহনের একটি দোকানের স্টিল মালামাল নিয়ে ভোলা যাচ্ছিলো । সন্ধ্যার দিকে ভোলা-চরফ্যাশন সড়েকর বকসে আলী ব্রিজ পারাপার করার সময় ট্রলিটি নিয়ন্ত্রন হারিয় উল্টে খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এছাড়াও এ ঘটনায় ট্রলির হেলপার এবং এক ফায়ারম্যান আহত হন । ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । এদিকে নিহত চালক তৈয়েবর মৃত্যুর খবর পেয় তার পরিবারের চলেছ শোকের ছায়া। পরিবারের সদস্যেদর কান্নায় ভারি হয়ে উঠেছ আকাশ-বাতাস। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে । দুর্ঘটনার বিষয়টি তদন্ত চলছে ।