সর্বশেষঃ

মৎস্য ও মৎস্যজাত পন্য উৎপাদন ও বাজারজাত করনের মাধ্যমে জেলে সম্প্রদায়ের আয় বৃদ্ধি শীর্ষক অবহিত করণ কর্মশালা

ভোলায় মৎস্য ও মৎস্যজাত পন্য উৎপাদন ও বাজারজাত করনের মাধ্যমে জেলে সম্প্রদায়ের আয় বৃদ্ধি শীর্ষক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল, খামার ব্যাবস্থাপক এইচ এম জাকির হোসেন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মহা-ব্যাবস্থাপক আবদুল খালেক মিয়া।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবির. অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন, প্রকল্প পরিচিতি তুলে ধরেন সহকারী পরিচালক আনিছুর রহমান টিপু। অনুষ্ঠানে সাংবাদিক, চরকুকরি মুকরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাজাহান খোকন, চরপাতিলা ও কচ্ছপিয়া এলাকার বিভিন্ন মৎস্য ব্যাবসায়ী, জেলে ও আড়ৎদার বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page