ভোলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

ভোলা সদর রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(১৩ জানুয়ারি) দুপুরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জগৎবন্ধু মন্ডল এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ভোলা শহরের খালপাড় রোডের হোসেন ট্রেডার্স ৫ হাজার টাকা, হারুন ব্রাদার্স ৭ হাজার টাকা,ফল ব্যবসায়ী ওমর ফারুকের ১ হাজার টাকা, সদর রোডের ইলেকট্রনিক ব্যবসায়ী চান মিয়ার ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলে ও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।