বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
দৌলতখানের শ্রেষ্ঠ সিপিপি ইউনিট টিম লিডার এম এ তাহের
দৌলতখান উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি)’র শ্রেষ্ঠ ইউনিট টিম লিডার নির্বাচিত হয়েছেন দক্ষিণ জয়নগর ইউনিয়নের সিপিপি’র ১০ নং ইউনিটের ইউনিট টিম লিডার মোহাম্মদ আবু তাহের। ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ চলাকালিন সময়ে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে সম্মানিত করা হয়।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে তিনি ছাড়া ভোলার ৭ উপজেলার ১৪ জন সিপিপি’র সদস্যদের ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
মোহাম্মদ আবু তাহের বাংলাদেশ বে-সরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সভাপতি, দৌলতখান উপজেলার আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দৈনিক ভোলার বাণীর দৌলতখান প্রতিনিধি ও দৌলতখান উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত।
তার এ সফলতায় দৈনিক ভোলার বাণী পরিবার তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।