চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
ভোলায় ডিবি পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক
১০ পিচ ইয়াবাসহ আটক ছাবিনা। ছবি: সংগৃহীত।
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানে সারাদেশের ন্যায় ভোলায় বিরতিহীনভাবে চলছে পুলিশের মাদক নির্মূল অভিযান। বেশ সুকৌশলে পরিচালনা করা হয় মাদক বিরোধী প্রতিটি অভিযান। এরই ধারাবাহিকতায় মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটকের মধ্যদিয়ে আরও একটি মাদক বিরোধী অভিযানে সফল হয়েছে ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি ওসির নির্দেশে গোয়েন্দা শাখার এসআই শান্তনু দেবনাথ সংগীয় ফোর্সসহ ভোলা সদর মডেল থানাধীন আলীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে মোসা: ছাবিনা খাতুন (৪০) কে ১০(দশ) পিচ ইয়াবাসহ গ্রফতার করেন।
আরও জানা গেছে, আটক ছাবিনা আলীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ লোকমান ফকিরের স্ত্রী।
এব্যাপারে ভোলা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া আটক ছাবিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।