দৌলতখানে মুজিববর্ষের ডিজিটাল ক্ষণগণনার যন্ত্র স্থাপন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলার দৌলতখানে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল দশটায় দৌলতখান উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে বাজারের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী-দৌলতখানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী , আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মুজিববর্ষের ডিজিটাল ক্ষণগণনার (কাউন্টডাউন) যন্ত্র ¯’াপন করা হয় । এসময় আলোচনা সভায়, উপজেলার নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবী, পৌর কাউন্সিলর ফয়েজ উল্লাহ ফয়েজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন সবুজ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । কর্মসূচীতে রয়েছে , সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক ¯ি’রচিত্র প্রদর্শনী- বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা, বিকেল তিন টায় চিত্রাংকন প্রতিযোগিতা,সন্ধ্যা পাঁচ টায়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত সাত টায়, ঢাকায় আয়োজিত ”অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে দৌলতখান উপজেলায় সরাসরি সম্প্রচার , রাত ৯ টায় বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হবে

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।