দৌলতখানে বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস

ভোলার দৌলতখান মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্দি ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্দ্যোগে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি ) সকালে মেঘনা নদীর হাজীপুর এলাকায় মাছ ধরার প্র¯‘তিকালে পৃথক-ভাবে অভিযান চালিয়ে ওই পাঁচটি অবৈধ বেহুন্দি ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এরপর দুপুর সাড়ে ১২ টায় দৌলতখান উপজেলার ভবানীপুর লঞ্চঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ওই পাঁচটি বেহুন্দি ও ১ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহফুজুল হাসনাইন জানান, বিশেষ কম্বিং অপারেশনে মেঘনা নদীতে মাছ ধরার প্র¯‘তিকালে আমার নেতৃত্বে পৃথক-ভাবে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্দি ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ওই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় মাছধরার দুটি ট্রলার আটক করা হয়। আটককৃত ট্রলার দুটি নিলামে দেওয়া হবে বলে তিনি জানান। এসময় দৌলতখান থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page