বোরহানউদ্দিনে ইয়াবাসহ উপজেলা যুবলীগ সম্পাদক আটক
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা যুবলীগের সম্পাদকসহ ৯ জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রাত ১ টায় বোরহানউদ্দিন পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার কাচীয়া ইউনিয়নের কুনেঞ্জর হাট এলাকা থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সহ ৯ জনকে আটক করা হয় । এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল খান, কুঞ্জের হাট (ভি,পিএম) মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোকাম্মেল হক ভূইয়া সহ ৯ জনের কাচ থেকে ৩১৩ পিচ ইয়াবা, এবং এক গেজি গাজা উদ্ধার করা হয় । বোরহানউদ্দিন থানার ওসি এনামুক জানান, গোপন সংবাদের বিত্তিতে বোরহানউদ্দিনে উপজেলা যুবলীগের সম্পাদক ইসমাইল খান সহ ৯ জনকে আটক করা হয়েছে । তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা সহ তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আয়নে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করা হবে