তজুমদ্দিনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা
জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উপজেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ রুহুল আমিন, সহস্বাস্থ্য পরিদর্শক মোঃ জাহিদ হোসেন, মোঃ নুরনবী, ফজলুল হক, রাবেয়া বেগম, স্বপ্না, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ১১ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪ টায় পর্যন্ত এক বছরের কম বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের ও পাঁচ বছরের কম বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।