দৌলতখানে ম্যাজিস্ট্রেট আসার সংবাদে ব্যবসায়ী উধাও” ২ ফার্মেসিকে জরিমানা
ভোলার দৌলতখানে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ এবং নিষিদ্ধ ঔষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৮জানুয়ারি) দুপুর ১ টায় ভ্রম্যমানের আদালতের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথকভাবে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় আফিফ ফার্মেসীকে ৫ হাজার টাকা, এবং নিষিদ্ধ ঔষুধ ফার্মেসীতে রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় রহমান এজেন্সীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় এই দুই ফার্মেসীতে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। দৌলতখান থানার উপ-পরিদর্শক(এসআই) কল্লোল সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন। এদিকে ভ্রাম্যমান আদালত আসার এমন সংবাদ ছড়িয়ে পড়লে মূহুর্তেই অসাধু ব্যবসায়ীরা দোকান তালাবদ্ধ করে সটকে পড়ে