দৌলতখানে ইজতেমা ময়দানে যোগ দিতে ধর্মপ্রাণ মুসল্লিরা ঢাকার পথে

ভোলার দৌলতখান উপজেলায় বিশ্ব ইজতেমা ময়দানে যোগ দেয়ার জন্য দুনিয়াবী কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘর বাড়ী রেখে ছুটে এসেছেন লঞ্চঘাটে দৌলতখানের ধর্মপ্রাণ মুসুল্লিরা। আজ বোধবার বিকাল ৪টা থেকে দৌলতখান লঞ্চঘাটে ধর্মপ্রান মুসুল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে । ধর্মপ্রান মুসুল্লিরা জানিয়েছেন মহান আল্লাহ রাববুল আলামিন আমাদেরক বিশ্ব ইজতেমার ময়দানে যাওয়ার জন্য কবুল করেছেন । আমরা ইজতেমা ময়দানে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন থেকে ইজতেমায় থাকার জন্য যাবতীয় সরাঞ্জমসহ দৌলতখান লঞ্চঘাটে এসে পৌছেছি। কিছুক্ষনের মধ্যে লঞ্চ চলে আসলে লঞ্চযোগে ঢাকার উদ্যেশে রওয়ানা দিবো । তবে ধর্মপ্রান মুসুল্লিদের জিকিরে জিকিরে মুখরিত ছিলো দৌলতখান লঞ্চঘাট । ধর্মপ্রান মুসুল্লিরা জানান, দৌলতখান থেকে প্রায় ৪ হাজার মুসুল্লি ইজতেমার উদ্দেশে লঞ্চযোগে রওয়ানা হবেন । এই বিষয় দৌলতখান মার্কাজ মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমান জানান , গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজে শেষে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে সেই প্রেক্ষিতে আজ বিকাল ৪টা থেকে দৌলতখান ধর্মপ্রাণ মুসুল্লিদেরকে নিয়ে লঞ্চযোগে ইজতেমার ময়দানে অংশ গ্রহণ করবো , তিনি জানান দৌলতখানের ধর্মপ্রাণ মুসুল্লিদের ইজতেমায় যেতে ব্যপক সাড়া দিয়েছেন। প্রায় ৪ হাজারের মত মুসুল্লি নিয়ে ইজতেমায় অংশ গ্রহন করছি।