সর্বশেষঃ

ইরানে বিধ্বস্ত বিমানের ১৮০ জনের কেউ বেঁচে নেই

ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের বিমানের ১৮০ আরোহীর কেউ বেঁচে নেই। আজ বুধবার সকালে বিধ্বস্ত হয়ে বিমানটির আরোহীদের সবাই মারা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ জেটটি উড্ডয়নের কিছুক্ষণ পর রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দের কাছে বিধ্বস্ত হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, বিমানটিতে ১৮০ জন আরোহী ছিল।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট বলেছিল, বিমান বিধ্বস্তের ঘটনায় আরোহীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোও ইঙ্গিত দেয় যে বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই।

ফ্লাইগ্রার্ড২৪ ফ্লাইট ট্র্যাকারের তথ্য অনুয়ায়ী, ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট ৭৫২ বিমানটি তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে সকাল ৫টা ১৫ মিনিটে যাত্রা করে। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে যাত্রা করছিল।

যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বিদ্যমান উত্তেজনার মধ্যে এ দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএস বিধ্বস্ত বিমানের কিছু ছবি পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে উড়োজাহাজের টুকরো টুকরো অংশ ছড়িয়ে রয়েছে।

তেহরানে ইরানি বিমান সংস্থাটির মুখপাত্র রেজা জাফরজাদেহ বলেছেন, ‘খবরটি ঘোষণার পরে জাতীয় বিমান বিভাগের একটি তদন্ত টিম ওই স্থানে পাঠানো হয়েছে। পরে এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত তথ্য জানাবো।’

বোয়িং-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার ব্যাপারে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ব্যাপারে তারা সজাগ রয়েছে। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।