সর্বশেষঃ

ভোলায় গ্রাহকের টাকা নিয়ে সকস বাংলাদেশ নামের এনজিও উধাও।। অফিসের সামনে গ্রাহকদের অবস্থান

ভোলায় গ্রাহকের আনুমানিক ১০ লক্ষ টাকা নিয়ে সকস বাংলাদেশ নামের এক এনজিও উধাও হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বর্তমানে ভুক্তভোগী গ্রাহকরা সকস বাংলাদেশ নামের এনজিও অফিসের সামনে টাকার দাবীতে সকাল থেকে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ভোলার পরানগঞ্জ বাজার সংলগ্ন ভোলা বরিশাল সড়কের পাশে মীর টাওয়ারের সামনে গিয়ে দেখা যায় গ্রাহকদের অবস্থান।

গ্রাহক আলিম, ইউসুফ, পারুল বিবি, ফাতেমা, মরিয়ম, আয়েশা, ইয়ানুর, মরিয়ম, পারভিন, হাজেরা, নারগিস, রতন, আক্তার, দিদার মোল্লা,মফিজ মোল্লা জানান, সকস বাংলাদেশ নামের একটি এনজিও এই মীর টাওয়ারে ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে, আমাদের এলাকায় গিয়ে লোন দিবে বলে জনপ্রতি ৭৫০০,৫০০০,৩০০০ এই ভাবে সঞ্চয়ের টাকা নিয়েছে।
আজ মঙ্গলবার সকালে লোন দেওয়ার কথা আমাদের, আমরা লোন নিতে এসে দেখি অফিস তালাবদ্ধ একটি সাইনবোর্ড ছিলো তাও বাড়ীওয়ালা খুলে ভিতরে নিয়ে গেছে।
এখন আমরা কি করবো? আমরা অসহায় মানুষ সুদের উপর টাকা নিয়ে এখানে সঞ্চয় জমা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না পাবো আমরা এই অফিসের সামনে বসে থাকবো।

এদিকে বাড়ীর মালিক মীর আনোয়ার হোসেন বলেন আমাদের সাথে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে।

ভোলা সদর থানার এস আই রফিকুল ইসলাম ফিরোজ বলেন, আমরা খবর পেয়েছি একটি ভুয়া এনজিও গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে, ঐ খবরে এসে ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলেছি, আমরা চেষ্টা করবো ভুয়া এনজিও সনাক্ত করে গ্রাহকদের টাকা উদ্ধার করার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।