ভোলা জেলা বিএনপির সমাবেশে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল
ভোলায় জেলা পরিষদ গোল্ডকাপের উদ্বোধন

ভোলায় বহুকাঙ্খিত জেলা পরিষদ গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ৬ জানুয়ারি সোমবার দুপুর ৩টায় গজনবী স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, ফুটবল ফেডারেশনের সভাপতি বাহাদুর মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ, লালমোহন পৌরসভার মেয়র এমদাদ হোসেন তুহিন, চরফ্যাশন পৌরসভা মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, মেডিফাস্ট ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন নাগর, ভোলা পৌরসভার প্যানেল চেয়ারম্যান মঞ্জুরুল আলম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, পূর্ব ইলিশ ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান। উদ্বোধনী দিনের খেলায় মুখোমুখি হয় শতদল বিকাশ ও শিশির মেমোরিয়ল ক্লাব। হাইভোল্টেজ ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে শিশির মেমোরিয়াল ক্লাব।