স্বপন চেয়ারম্যানের দুর্নীতি-চাঁদাবাজীর বিরুদ্ধে ভোলায় মানববন্ধন-বিক্ষোভ
ভোলায় জেলা পর্যায়ে ৪৯ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন ছিল ৬ জানুয়ারী সোমবার। সমাপনি দিনে ভোলার বিভিন্ন উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
জেলা শিক্ষা অফিসার জাকিরুল হকের সভাপতিত্বে সমাপনি দিনের শুরুতে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মোহাম্মদ শাফিন মাহমুদসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধি ও প্রতিষ্ঠান প্রধানগণ।
দিনব্যাপী বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। পরে খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আতাহার মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মোহাম্মদ শাফিন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, গবেষণা কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিপিএড’র শিক্ষকগণ এবং সহকারী শিক্ষবৃন্দ। শুভেচ্ছা ও বিশেষ অতিথি এবং প্রধান অতিথির বক্তব্যের পর একক, দলীয় ও এ্যাথলেটিকস্ এ অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছে সে সকল শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।