বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
ভোলায় শীতার্ত মানুষের পাশে শ্যামপুর তুলাতুলী মানব কল্যান সংঘ
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর তুলাতুলী এলাকায় স্থানীয় যুবকদের উদ্যাগে গড়ে উঠা সামাজিক সংগঠন শ্যামপুর তুলাতুলী মানব কল্যাণ সংঘ এর উদ্যােগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি আবদুস সালাম মাষ্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খান, ইউপি সদস্য মিলন মিয়া, সংগঠনের উপদেষ্টা ও শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সভাপতি আলাউদ্দিন, মোঃ ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু,
সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মোঃ রাছেল ফরাজী, স্থানীয় সমাজ সেবক মিন্টু ফরাজী, হাফেজ মোঃ হোসাইন, কাশেম রাঢ়ী, জয়নাল আবেদিন মাঝিসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আবদুস সালাম মাষ্টার বলেন, আমরা এলাকার যুবকদের নিয়ে এই সংগঠন গড়ে তুলেছি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করা আমাদের প্রধান লক্ষ্য আর আজকে এলাকার গরীব অসহায় শীতার্ত মানুষের তালিকা করে কম্বল বিতরণ করা হয়েছে ভবিষ্যতে ও আমরা এই অসহায় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।