ভোলায় চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে ভোলায় এক র্যালী অনুষ্ঠিত হয়েছে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ্য জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার দুপুর সোয়া বারোটায় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ।
আরো উপস্থিত ছিলেন যুগান্তর ও আরটিভি প্রতিনিধি প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক হারুন উর রশীদ, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মোঃ মাকসুদ, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নুরে আলম ফয়েজ, সাংবাদিক ইকরামুল আলম, বাংলা টিভির প্রতিনিধি জুয়েল সাহা, সাংবাদিক মোঃ নাহিদ, সাংবাদিক আনোয়ার পারভেজ ও সাংবাদিক সোলায়মান প্রমূখ।
র্যালীটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে নতুন বাজার ঘুড়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালীতে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।