তজুমদ্দিনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি শাওন
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে শেখা হাসিনার আদর্শ নিয়ে ছাত্রলীগ সততার সাথে কাজ করছে
তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের উদ্যেগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়। শনিবার বিকালে উপজেলা আ’লীগের কার্যালয়ের কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, মুক্তিযোদ্ধের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া ছাত্রলীগ ২শ বছরের পরাধীন এ বাঙ্গালী জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে মাতৃভাষা বাং লাকে প্রতিষ্ঠিত করার লক্ষে এই ছাত্রলীগ বিভিন্ন চাড়াই উৎরাই সংগ্রামের মধ্যে দিয়ে বুকের রক্ত রাজ পথে ডেলে দিয়ে বাঙ্গালির অধিকার প্রতিষ্ঠা করেছিল। ছাত্রলীগের ইতিহাস সংগ্রাম ও গৌরভের ইতিহাস।
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দর্শন ও আদর্শ নিয়ে আজ ছাত্রলীগ সততার সাথে কাজ করছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিন মহাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাসেলের সঞ্চালনায় অন্যন্যেদের বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কমীরা।