ভোলার জনতার জনপদ এখন মাহিন্দ্রা ও টেম্পুর দখলে

ভোলা পৌরসভার প্রানকেন্দ্র এবং শহরের খুব গুরুত্বপূর্ন সড়ক ভোলা সদর থানার সামনে ও বাংলাদেশ ডাক বিভাগের পাশে এবং জেলা নির্বাচন অফিসের সামনের রাস্তাটি এখন মাহিন্দ্রের বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহারিত হচ্ছে। দেখে ও দেখছেন না ভোলার প্রশাসনসহ কর্তৃপক্ষের লোকজন।
পথচারিরা জানান এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ন রাস্তা আর আজ কতৃ পক্ষের উদাসীনতার অভাবে একটি অসাধু মাহিন্দ্র অটো ব্যাবসায়ী চক্রটি জনগনের জনপথটি মাহিন্দ্রের বাসস্ট্যন্ড বানিয়ে সড়কটি বন্ধ করে রেখে জনগনের হাটার রাস্তাটি জন দূর্ভোগের রাস্তায় রুপান্তির করেছেন।
পথচারি জামাল জানান ভোলা পৌরসভার কর্নধার পৌর পিতা মেয়র মনিরুজ্জামান মনির যদি একটু নজর রাখতেন তাহলে মনে হয় আমাদের পথচারিদের এই দুর ভোগের স্বীকার পোয়াতে হতাে না।
ভোলা ২ নংওয়াডের নাগরিক তুহিন জানান এই ওয়াড কমিশনার হয়েছেন ঠিকই কিন্তু কখনো এসব বিষয় নিয়ে তার কোন চিন্তা চেতনা ছিলো না আর এখনো নেই কারন তিনি কমিশনার হওয়ার পর থেকে তাকে একদিনের জন্য ও খুজে পাইনি আমরা ২ নং ওয়াড নাগরিকরা। তুহিন জানান আমরা অসহয় এই কমিশনারের এহেন কর্মকান্ডে।
ভোলা পৌরসভার ২ নং ওয়াড অফিসার পাড়ার বাসিন্দা নারগিস বেগম, ববিতা বেগম জানান এখানে খাম খেয়ালি মাহিন্দ্রের বাসস্ট্যন্ড করে গাড়ি রাখায় আমাদের অনেক সমস্য হয় তা ছাড়া এখান দিয়ে মহিলা কলেজ থেকে অনেক ছাত্র ছাত্রী সহ গালস স্কুলে পড়ুয়া ছেলে মেয়েরা আশা যাওয়া করে অনেক সময় দেখা যায় তাদের কে গাড়িতে বসা অল্প বয়স্ক ছেলেরা বিভিন্ন খারাপ সাউন্ড করে ডাকে এতে তারা বিরক্তি বোধ করে লজ্জায় তারা কাউকে বলতে পাড়ছে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।