সর্বশেষঃ

ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

দৌলতখানের সেই রাস্তায় ফের নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান

ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর ফের শুরু করেছে সড়ক নির্মাণের কাজ। গত ৩০ ডিসেম্বর “দৌলতখানে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম” শীর্ষক শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হলে ২দিন পর টনক নড়ে কর্তৃপক্ষের। ২ জানুয়ারী বিকেল থেকে ওই সড়কে পুনরায় নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় জনগণের মধ্যে। রাস্তা নির্মানের অনিয়ম তুলে ধরায় স্থানীয়রা পত্রিকা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। নিউজ প্রকাশের পর সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান পুনরায় সেই রাস্তা নির্মাণ করায় তাদেরকেও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, দৌলতখান পৌরসভার পশুহাসপাতাল মোড় থেকে ভবানীপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মান শুরু হয়। তাতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে করে গত রবিবার স্থানীয় জনগণের তোপের মুখে পড়েছে উক্ত কাজের ঠিকাদারের লোকজন। পুনরায় সড়ক নির্র্র্র্র্র্র্র্মানের জন্য ভোলা দ্ইু আসনের সংসদ এমপি আলী আযম মুকুলসহ সড়কমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। এমন খবর পেয়ে পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page