নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে ‘লাস্ট ড্রেস বাই শওকত’র চুক্তি স্বাক্ষর
জ্ঞান নির্ভর জাতি গঠিত হবে শিক্ষকদের মাধ্যমে : এমপি শাওন
![](https://bholarbani.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভোলার লালমোহনে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ।
৩ জানুয়ারি ২০২০ইং বেলা ১১ টায় লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন-আমরা জাতীর পিতার কাছে ঋণী। বঙ্গবন্ধুর রক্তের ঋণ আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। ১৯৭৫ এর ১৫ আগষ্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছিল। ৫৭০ সাবান দিয়ে জাতীর পিতাকে গোসল করানো হয়েছিল। জাতির পিতার জানাযায় সেদিন কার্পু দিয়েছিল, যাতে কেহ জানাযায় না আসতে পারে। জাতির পিতাকে সেদিন খুনিরা অসম্মানিত করেছিল। আজকে বাংলাদেশের ১৭ কোটি মানুষ সেই জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্বরন করছে। স্বাধীন সার্বভোম বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রক্তের ঋণ কিছুটা হলেও আমরা শোধ করার চেষ্টা করছি, জাতির পিতাকে স্বরন করে। এতে আমাদের ভবিষ্যত প্রজস্ম আগামী প্রজন্ম যারা উন্নত সমৃদ্ধশালী ক্ষুধা দারিদ্রমুক্ত জ্ঞান নির্ভর উন্নত বাংলাদেশ এর নেতৃত্বে দিবে। সেই বাংলাদেশের নাগরিকদের আমরা যোগ্য করে রেখে যেতে চাই। সেই নাগরিকদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের চেতনা আমরা রেখে যেতে চাই। এ জন্যই এ সম¯Í আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন-জননেত্রী শেখ হাসিনার আমলে সকলে যেন সমসুযোগ সুবিধা পায়, চরাঞ্চলের মানুষ ও যেন পিছিয়ে না থাকে , সকলে যেন বিদ্যুৎ সুবিধা পেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। চরের মানুষকে কেউ সুবিধা বঞ্চিত বলতে পারবে না। এসব উন্নয়ন হচ্ছে হচ্ছে জননেত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্র পরিচালনা করার কারনে। শিক্ষকদের সম্মান বৃদ্ধি করা হয়েছে। ছাত্রছাত্রীদেরকে জানুয়ারির ১ তারিখে বই দেয়া হয়েছে। শেখ হাসিনা অর্থনৈতিক ভাবে বাঙ্গালী জাতিকে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন। শিক্ষকদের কাছেই রয়েছে একটি জাতী গঠনের মূল দায়িত্ব। জ্ঞান নির্ভর জাতি গঠিত হবে শিক্ষকদের মাধ্যমে।
আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যার অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরমেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার করা হয়। আলোচনা সভায় সঞ্চালক হিসাবে ছিলেন প্রভাষক, সাংবাদিক কবি রিপন শান।