বোরহানউদ্দিনে টবগী ইউনিয়নে রাতের আধাঁরে চুরি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নায়ের বাড়ীর ইসরাফিল মাষ্টারের ছেলে নুরুদ্দিন হাওলাদারের বসত ঘরে রাতের আধারে চুরি হয়েছে। বুধবার রাতে ওই ঘরে থাকা ষ্টিলের আলমারি ভেঙ্গে চোর দল জমির দলিল সহ মুল্যবান কাগজ পত্র ও ঘরে থাকা কাপড় গুলো নিয়ে যায়। একই রাতে পাশে থাকা মসজিদের ভিতরে ক্যাশ বাক্স ভেঙ্গে প্রায় ১৪ হাজার টাকা নিয়ে যায় চোর দল। তবে এলাকার মানুষ চোর দলের কাউকে চিনতে পারেনি।