বরিশালে কুকুরে পাহারা দিচ্ছে মৃত এক অসহায় বাবার লাশ
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন দাড়িয়াল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা সুলতান খান। সুলতান খান এর বাবা মৃত আবুল হাসেম খান।
মৃত আবুল হাসেম খান (৮৫) গত ৩০/১২/২০১৯ তারিখ সোমবার বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।
মারা যাওয়ার পরে আবুল হাসেম খান এর লাশ রাতভর এলাকার মানুষ ও একটি কুকুর পাহারা দেয়।
ছেলেমেয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত ভাগাভাগি নিয়ে বিবাদ হলে এর কারনে এক পর্যায়ে বাবার লাশ দাফন করতে বাধা দেয় আবুল হাসেম খান এর এক ছেলে।
ঝামেলার এক পর্যায়ে রাস্তার পাশে মসজিদের সামনে তাদের বাবার লাশ ফেলে চলে যায় ছেলে মেয়েরা।
এক পর্যায়ে স্থানীয়রা পাহারা বসায় ঐ লাশের ।
পাহারা দেয়ার এক পর্যায়ে এলাকাবাসী সবাই যে যার মত ঘড়ে চলে যায়। মাঝরাতে একটি কুকুর ছাড়া আর কেউ ছিলো না সেখানে…
ততক্ষন পর্যন্ত তার ছেলে-মেয়েদের মাঝে জমিজমা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শেষ হচ্ছিলো না, তাই দাফন করতে দিচ্ছিলো না ছেলে মেয়েরা।
এর পরের দিন এলাকার চেয়ারম্যান ও পুলিশের মধ্যস্থতায় আবুল হাসেম খানের দাফন সম্পন্ন করা হয়।
মানবতা কোথায়???। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।।
‘তারুণ্য’ নামে ফেসবুক পাতা থেকে নেয়া।