দৌলতখানে বিনামূল্যে বই বিতরণ

নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। বুধবার সকাল থেকে দৌলতখানের ভিবিন্ন বিদ্যালয় প্রাঙ্গনে এই বই বিতরণ অনুষ্ঠিত হয়।বই বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুল আলম খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক কর্মকর্তা সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা।

এসময় বক্তারা বলেন, সারাদেশের কর্মসূচী অনুযায়ী আজকে এই বই বিতরণ করা হচ্ছে। ১লা জানুয়ারী সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া অত্যান্ত কঠিন কাজ। এই কাজ বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় ।প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় দেশের ৫১০টি উপজেলা ও থানার মধ্যে প্রথম হয়েছে ভোলার দৌলতখান উপজেলা। এ উপজেলায় এবার সমাপনী পরীক্ষায় ২ হাজার ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যার মধ্যে পাস করেছে ২ হাজার ১৫৩ শিক্ষার্থী।জিপিএ-৫ অর্জন করেছে ২১৮ শিক্ষার্থী। আর দৌলতখানে সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৮ দশমিক ৯৮ শতাংশ, যা উপজেলা ভিত্তিতে দেশের সর্বোচ্চ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।